বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট বিভাগীয় প্রধান কোচের দায়িত্ব পাওয়ায় রাজিন সালেহকে অভিনন্দন জানিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এছাড়া ক্রিকেট থেকে অবসরে যাওয়ায় ও বিসিবির বিভাগীয় প্রধান কোচ হওয়ায় তাকে সংবর্ধনাও প্রদান করা হয়েছে। আজ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
রাজিন সালেহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। বর্তমানে তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সহকারী পরিচালক (ক্রীড়া) হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাকে সিলেট বিভাগীয় প্রধান কোচ করেছে বিসিবি।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন অভিনন্দন বার্তায় বলেন, রাজিন সালেহের হাত ধরে জাতীয় পর্যায়ে সিলেট বিভাগীয় ক্রিকেট দল সাফল্য লাভ করবে, এমনটাই প্রত্যাশা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে রাজিনকে সংবর্ধনা দেয় এমইউ স্পোর্টস ক্লাব। এ সময় ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম, সভাপতি জুনেল আহমদ, সাধারণ সম্পাদক মীর আজিম ফেরদৌস জয়, বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়ক মেহদী মাহবুব উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ