তিন বছর পর পাকিস্তানের টি-টোয়েন্টি একাদশে সুযোগ পেয়ে লঙ্কানের বিপক্ষে ‘গোল্ডেন ডাক’ মারেন উমর আকমল। আর এতেই জাতীয় দলের সাবেক সতীর্থ শহীদ আফ্রিদির একটি রেকর্ড ভেঙে দেন তিনি।
৯৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়ে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮টি ‘ডাক’ এর মালিক ছিলেন আফ্রিদি। শনিবার গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৬৪ রানে হেরেছে স্বাগতিক পাকিস্তান। এই ম্যাচে 'ডাক' মারার সুবাদে উমর আকমলের নামের পাশে এখন ৯টি ডাক। পাকিস্তানের হয়ে ৮৩তম টি-টোয়েন্টি খেলতে নেমে এই রেকর্ড গড়েন তিনি।
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবুধাবিতে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন আকমল। তিন বছর পর পাওয়া সুযোগটা নষ্ট করায় পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ট্রল’ও শুরু করে দিয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব