১৫ অক্টোবর, ২০১৯ ১৪:১৯

অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করার সেরা ফরম্যাট টি-টেন: আফ্রিদি

অনলাইন ডেস্ক

অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করার সেরা ফরম্যাট টি-টেন: আফ্রিদি

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি প্রথমবারের মতো আবুধাবি টি-টেন লিগে খেলতে যাচ্ছেন। আসন্ন লিগের নতুন দল কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি।

১০ ওভারের টুর্নামেন্টের উচ্ছ্বসিত প্রশংসা করে ৪৪ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, আমি মনে করি, ক্রিকেটপ্রেমীরা টি-টেন ভালোবাসেন। কারণ, এটি সময় সাশ্রয়ী। ৯০ মিনিটের মধ্যেই খেলা শেষ হয়ে যায়। অল্প সময়ে বেশি বিনোদন দেয়। আমার মতে, আবুধাবি টি-টেন লিগ আমাদের এ ফরম্যাট ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ করে দিয়েছে। একইসঙ্গে অলিম্পিক গেমসে ক্রিকেট যুক্ত করার সম্ভাবনা তৈরি করেছে।

আফ্রিদি আরো বলেন, আমার সঙ্গে খেলা কিংবা সমসাময়িক ক্রিকেটাররাও টি-টেন লিগ নিয়ে উচ্ছ্বসিত। শুরুর দিকে টি-টোয়েন্টিরও এতটা জনপ্রিয়তা ছিল না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা তুমুল জনপ্রিয়তা পেয়েছে। আমার বিশ্বাস, টি-টেনও পাবে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর