১৫ অক্টোবর, ২০১৯ ২০:৪৭

সাদের গোলে ভারতের বিপক্ষে এগিয়ে গেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সাদের গোলে ভারতের বিপক্ষে এগিয়ে গেল বাংলাদেশ

২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে প্রথমার্ধে সাদের গোলে এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটে সাদ উদ্দীনের গোলে এগিয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা।

মঙ্গলবার রাত ৮টায় কলকাতার সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। শুরুতে গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। এরপর দু'দল আক্রমণ ও পাল্টা আক্রমণ করলেও গোলমুখ খুলতে পারছিল না কোনো দলই। অবশেষে ৪২ মিনিটে সাদের গোলে ভারতের বিপক্ষে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে ওই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যান জামাল ভূঁইয়ারা।

ফুটবলে এখন পর্যন্ত ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। যার মধ্যে ১১টিতে জিতেছে ভারত, তিনটি জিতেছে বাংলাদেশ। বাকি ১০টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। মাঝে কেটে গেছে ১৬টি বছর! ফিফা র‍্যাংকিংও কথা বলছে ভারতের পক্ষে। র‍্যাংকিংয়ে ভারতের অবস্থান ১০৪তম, বাংলাদেশের ১৮৭তম।


বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর