১৬ অক্টোবর, ২০১৯ ০৬:৫৮

সৌরভের বিসিসিআই সভাপতি হওয়াকে 'যথাযথ' বললেন শোয়েব আকতার

অনলাইন ডেস্ক

সৌরভের বিসিসিআই সভাপতি হওয়াকে 'যথাযথ' বললেন শোয়েব আকতার

ফাইল ছবি

সৌরভ গাঙ্গুলির নতুন বিসিসিআই সভাপতি নির্বাচিত হওয়ার খবর শুধু ভারতীয় ক্রিকেটমহলেই নয়, আলোড়ন ফেলেছে গোটা ক্রিকেটবিশ্বেই। বিশেষ করে পাকিস্তান ভারতীয় বোর্ডের এই পালাবদলে বিশেষ নজর রাখছে। বিসিসিআই'র নেতৃত্ব বদলে যদি ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক ক্রিকেটীয় সম্পর্কে উন্নতি ঘটে, সেই আশায় বুক বাঁধছে পিসিবি।

পাকিস্তানের সেই আশা কতটা বাস্তবে রূপ পাবে সে সম্পর্কে ঘোর সংশয় রয়েছে। তবে সাবেক পাকিস্তানি তারকা শোয়েব আখতার সৌরভের বিসিসিআই সভাপতি হওয়ার সিদ্ধান্তকে যথাযথ বলে মনে করছেন। পাকিস্তানি এই স্পিডস্টারের মতে, অধিনায়ক হিসেবে সৌরভ টিম ইন্ডিয়ার মানসিকতাই বদলে দিয়েছিল। এবার প্রশাসক হিসেবেও কঠিন সময়ে ভারতীয় ক্রিকেটকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে বলেই বিশ্বাস আখতারের।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আখতার সমর্থন করেন সৌরভের বোর্ড সভাপতি নির্বাচিত হওয়াকে। একদা সৌরভের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা আখতার বলেন, ‘সৌরভ এমন একজন ব্যক্তি, যে কিনা ভারতীয় ক্রিকেটকে পুরোপুরি বদলে দিয়েছে। ১৯৯৭-৯৮’এর আগে কখনও ভাবা যায়নি ভারত পাকিস্তানকে হারাতে পারে। সৌরভ ক্যাপ্টেন হওয়ার আগে পর্যন্ত আমার কখনও মনে হয়নি পাকিস্তানকে হারানোর মতো ভারতীয় ক্রিকেটের গঠনতন্ত্র ছিল। ভারতীয় ক্রিকেটের মানসিকতাটাই বদলে দিয়েছে সৌরভ। দেশের হয়ে খেলার জন্য উপযুক্ত প্রতিভা খুঁজে বের করার মতো যথাযথ চোখ ছিল সৌরভের।’

নিজের ইউটিউব চ্যানেলে আখতার আরও বলেন, ‘সৌরভ একজন অসাধারণ নেতা। প্রতিভা খুঁজে বার করার ক্ষেত্রে ও অত্যন্ত সৎ। ওর ক্রিকেটীয় জ্ঞান অপরিসীম।’

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর