বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যক্তিগত ফেসবুক এবং ইন্সটাগ্রাম আইডি হ্যাকড হয়েছে।
শুক্রবার বিকেলে সাইফউদ্দিনের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে আইডিগুলো ফিরে পাওয়ার আগ পর্যন্ত অপ্রত্যাশিত মেসেজ আদান-প্রদান এ সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
এদিকে, ইনজুরির কারণে আসন্ন ভারত সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেছেন সাইফউদ্দিন। ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। সম্প্রতি ঘোষিত ১৫ সদস্যের দলে নাম ছিল সাইফউদ্দিনের। কিন্তু ইনজুরির কারণে তাকে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে।
৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৭ নভেম্বর রাজকোটে দ্বিতীয়টি আর ১০ নভেম্বরে নাগপুরে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন