বরিশাল স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের ৪ দিনের ক্রিকেট ম্যাচ শুরু হচ্ছে আগামীকাল শনিবার। এদিন সকাল ৯টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচের আনুষ্ঠনিক উদ্বোধন করবেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। সকাল সাড়ে ৯টায় দুই দেশের যুব দলের খেলা শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার দিনভর বৃষ্টি হওয়ায় আগামীকাল যথা সময়ে খেলা শুরু নিয়ে সংশয় দেখা দিয়েছে। মাঠ ভেজা থাকায় আগামীকাল বৃষ্টি না হলেও খেলা হবে কিনা সেটা নিয়ে সন্দিহান কর্মকর্তারা।
তিনদিন আগেই দুই দেশের খেলোয়াড় ও কর্মকর্তারা বরিশাল এসে পৌঁছেছেন। শুক্রবার বিকেলে ট্রফি এসেছে বরিশালে। বিকেলে জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলংকা যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ট্রফি উন্মোচন ও প্রদর্শন করেন বাংলাদেশ দলের অধিনায়ক অমিত হাসান ও শ্রীলংকার অধিনায়ক নিপুল ধনাঞ্জায়া।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বিসিবি পরিচালক আলমগীর খান আলো, ম্যাচ রেফারী রকিবুল হাসান, বিসিবি’র সিনিয়র এক্সিকিউটিভ ডেভেলপার জাবেদ ইসলাম তাপস এবং দুই দলের বাংলাদেশ দলের ম্যানেজার সজল আহমেদ চৌধুরী ও শ্রীলংকার ম্যানেজার ফারভিজ মাহারুফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রদর্শন শেষে শ্রীলংকা দলের অধিনায়ক নিপুল ধনাঞ্জায়া বলেন, তাদের দল যথেষ্ট শক্তিশালী। ছেলেরা সেরাটা খেলতে উন্মুখ। তারা সেরাটা দিয়ে খেলতে পারলে জয় আবশ্যম্ভাবী। তাদের যথেষ্ট সম্ভাবনা আছে।
বাংলাদেশ দলের অধিনায়ক অমিত হাসান বলেন, অনূর্ধ্ব-১৯ দল বরাবরই খুব ভালো করে আসছে। দল যথেষ্ট শক্তিশালী, গ্রাউন্ডও ভালো। খুব ভালো উপভোগ্য একটি ম্যাচ উপহার দেয়ার আশা তাদের। এই ম্যাচ উপলক্ষ্যে অনেকদিন ধরে দলের প্রস্ততি চলছে, সামনে যুব বিশ্বকাপ রয়েছে। এতে দল যথেষ্ট লাভবান হবে। লড়াই করে ম্যাচ জয়ের আশাবাদ তার।
১৯৬৬ সালে বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠার পর এই প্রথম কোন বিদেশি যুব দলের সাথে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ যুব দল। এর আগে, এই স্টেডিয়ামে কোন পর্যায়ের আন্তর্জাতিক কোন ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এমনকি বিপিএল’র কোন ম্যাচ হয়নি বরিশালে। তাই প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ের কোন খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বরিশালবাসী।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ঐতিহাসিক এই ম্যাচ দেখতে অধীর অপেক্ষায় বরিশালবাসী। এই ম্যাচ সফলভাবে আয়োজনের মধ্য দিয়ে আগামীতে আরও বড় পরিসরের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চায় বরিশাল জেলা ক্রীড়া সংস্থা। নতুন প্রজন্মের মাঝে আগ্রহ সৃষ্টির জন্য সর্বসাধারণের জন্য গ্যালারি উন্মুক্ত করা হয়েছে। কোন ফি ছাড়াই দর্শকরা মাঠে গিয়ে খেলা উপভোগ করতে পারবেন। তবে বরিশালের সুনাম ধরে রাখার জন্য দর্শকদের সু-শৃঙ্খলা থাকার আহ্বান জানান তিনি।
এদিকে দুই দলের খেলোয়ার ও কর্মকর্তাদের থাকা-খাওয়া এবং কঠোর নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
বিডি-প্রতিদিন/মাহবুব