বিজয় হাজারে ট্রফির ফাইনালে বিসিসিআই'র লোগো লাগানো হেলমেট পরে খেলায় জরিমানা দিতে হতে পারে ভারতের তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। শুক্রবার বিজয় হাজার ট্রফির ফাইনালে নেমেছিল তামিলনাড়ু ও কর্নাটক। বৃষ্টিবিঘ্নিত ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয় কর্নাটক।
ভারতের ঘরোয়া ক্রিকেটের নিয়ম অনুযায়ী, ক্রিকেটাররা তাদের ক্রীড়া সরঞ্জামে বোর্ডের লোগো ব্যবহার করতে পারবেন না। হেলমেটে বা ক্রীড়া সরঞ্জামে বিসিসিআই'র লোগো থাকলে, তা দেখানো যাবে না। প্রয়োজনে টেপ জড়িয়ে রাখতে হবে, যাতে বোর্ডের লোগো দেখা না যায়।
কর্নাটকের ওপেনার ময়ঙ্ক আগরওয়াল এ দিন যে হেলমেট পরে খেলতে নামেন, তা দেশের হয়ে খেলার সময়েও তিনি পরে থাকেন। এ দিন অবশ্য হেলমেটের লোগোয় টেপ জড়িয়ে ব্যাট করতে নেমেছিলেন ময়ঙ্ক। টেপ জড়ানো থাকায় ময়ঙ্কের হেলমেটের লোগো দেখা যায়নি। লোগোহীন হেলমেট পরে খেলতে নেমেছিলেন লোকেশ রাহুল। অশ্বিন ভুলে গেলেন নিয়ম!
বিডি প্রতিদিন/ ওয়াসিফ