২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ চলাকালে বোলিং অ্যাকশন সমস্যায় দেশে ফিরতে হয় আরাফাত সানিকে। দীর্ঘ সময় পর ফের জাতীয় দলে ডাক পেয়েছেন ৩৩ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি।
মূলত ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতাই ফিরিয়ে এনেছে আরাফাত সানিকে। জাতীয় লিগের চলতি আসরের প্রথম রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে ঢাকা মেট্রোর এ স্পিনারের প্রথম ইনিংসে বোলিং (৬/৮৭) মনে ধরেছে নির্বাচকদের।
আরাফাত সানি বলেন, অবাক হয়েছিলাম। তবে আরেকটি জিনিস ঠিক ছিল যে, গত তিন বছর কিন্তু ভালো ক্রিকেট খেলছিলাম। লক্ষ্য ছিল আমার সেরা পারফর্মটা করার, এরজন্য হয়তো আমাকে বিবেচনা করেছে।
বিডি প্রতিদিন/ফারজানা