৮ ম্যাচ, ৮টিতেই হার। আজ ভারতের বিপক্ষে নবম টি২০ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলাটি অনুষ্ঠিত হবে দিল্লিতে। সাকিব না থাকায় বাংলাদেশ-ভারত সিরিজের আবেদন কমেছে বহু। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচ শুরুর আগে গতকাল বলেছেন, সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার। বিশ্বসেরা অলরাউন্ডার। তার অনুপস্থিতি অবশ্যই দলের উপর প্রভাব ফেলবে। কিন্তু কিছু করার নেই। যারা খেলবেন, তাদের সবারই সামর্থ্য রয়েছে ভালো খেলার। আমাদের শুধু ভালো খেলতে হবে।
ভারতীয় দলে নেই বিরাট কোহলি। তাই স্বাগতিকদের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। ওপেনিংয়ে তার সঙ্গী হবেন শিখর ধাওয়ান। এই ম্যাচে অভিষেক হতে পারে আইপিএলে খেলে আলোচনায় আসা শিভাম দুবে। তিন নাম্বার পজিশনে কে খেলবেন, তার ওপর মূলত নির্ভর করছে দুবের অভিষেক। তিনে সঞ্জু স্যামসন আর লোকেশ রাহুলের মধ্যে একজন বাদ পড়বেন। যদি দুইজনই খেলেন, তবে হয়তো অপেক্ষা বাড়বে দুবের।
এদিকে যুজবেন্দ্র চাহাল আবারও ফিরতে পারেন দলে। সেক্ষেত্রে কপাল পুড়বে রাহুল চাহারের। আর পেস বোলারদের মধ্যে একাদশে জায়গা পাওয়া নিয়ে লড়াই হবে শার্দুল ঠাকুর আর খলিল আহমেদের।
ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সঞ্জু স্যামসন/লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, রিশাভ পান্ত, শিভাম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল/রাহুল চাহার, দীপক চাহার, শার্দুল ঠাকুর/খলিল আহমেদ।
বিডি প্রতিদিন/ফারজানা