নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফর করছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের পর শুরু হবে ভারত-বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইন্দোর ও ইডেন গার্ডেন্স ম্যাচগুলো আয়োজন করবে।
আর ইন্দোরের আয়োজক মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) জানিয়েছে, এই টেস্টকে ঘিরে দর্শকদের এতই আগ্রহ যে, শেষ চার দিনে ম্যাচের ৪০ শতাংশ সিজন (পুরো পাঁচ দিনের) টিকিট বিক্রি শেষ।
১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই টেস্টের আগে এমপিসিএ চেয়ারম্যান অভিলাশ খন্দকার জানান, দর্শকরা ইতোমধ্যে ৭ হাজার টিকিট কিনে নিয়েছে। সিজন টিকিট বাকি রয়েছে আর মাত্র ৯ হাজার। যদিও সিজন টিকিট ছাড়াও আমরা প্রতিদিনের টিকিটও বিক্রি করছি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ