ডান পাজরের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।
সোমবার শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন সকালে এক ওভার বল করেই মাঠ ছাড়েন বোল্ট। বোলিং করার সময়ই ব্যথা অনুভব করেন তিনি।
নিউজিল্যান্ড দলের মুখপাত্র বলেন, ‘পঞ্চম দিনে আর মাঠে নামতে পারেননি বোল্ট। ড্রেসিং রুমে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’ মঙ্গলবার স্ক্যান করা হবে বোল্টের।
বোল্টের অনুপস্থিতি সত্বেও ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম দিনে টেস্ট জিতে নেয় নিউজিল্যান্ড। বল হাতে প্রধান ভূমিকা রেখেছেন আরেক বাঁ-হাতি পেসার নিল ওয়াগনার। দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৫ উইকেট নেন তিনি। ম্যাচে সর্বমোট ৮ উইকেট নিয়েছেন ওয়াগনার। আর সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৬৫ রানের ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড।
২০১১ সালে টেস্ট অভিষেকের পর মাত্র ৬টি বড় ফরম্যাটের ম্যাচ মিস করেছেন বোল্ট। দেশের হয়ে ৬৪ টেস্টে ২৫৫ উইকেট শিকার করেছেন তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম