অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৫ রানে হেরেছে পাকিস্তান। প্রতিকূল পরিস্থিতিতে অনবদ্য ব্যাটিং করেও দলকে শেষ রক্ষা করতে পারেননি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
ব্যাটিং পজিশন পাঁচ নম্বরে নেমে এদিন দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের ব্যাটিং মায়েস্ত্রো বাবর। আর এতেই প্রশ্ন তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খান।
অস্ট্রেলিয়ায় আছেন পাকিস্তানের আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম। সেখানে বিশ্লেষকের ভূমিকা পালন করছেন তিনি। ম্যাচশেষে সঙ্গে সঙ্গে তাকে টেক্সট মেসেজ করেন ইমরান। তাতে জানতে চান, বাবর কেন পাঁচে?
এ খবর দিয়েছেন ওয়াসিম নিজেই। তিনি বলেন, ইমরান খান আমাকে মেসেজ করে বাবর আজমকে ধন্যবাদ জানিয়েছেন। সে যেভাবে ব্যাটিং করেছে তাতে মুগ্ধ তিনি। তাকে কিছু পরামর্শও দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
সুইং অব সুলতান বলেন, বাবর টেকনিক্যালি অনেক ভালো। তার স্কিলও চোখ ধাঁধানো। সে এত পরে কেন ব্যাট করতে নেমেছে, সেটি বুঝে উঠতে পারছেন না ইমরান খান। প্রধানমন্ত্রীর মতে, তার মতো কার্যকরী ব্যাটসম্যান নামবে চার নম্বরে, পাঁচে নয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ