পাওলো দিবালার অবিশ্বাস্য ফ্রি-কিক গোলে জয় পেল জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে এই জয় পায় ক্লাবটি।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যাতলেতিকোর ডি-বক্সের ডান দিকে ফ্রি-কিক পায় জুভেন্টাস। রাইট উইং থেকে নেওয়া দিবালার বাঁকানো ফ্রি-কিক যে প্রতিপক্ষের ডিফেন্সের সবাইকে বোকা বানিয়ে দূরের পোস্ট খুঁজে নেবে, তা হয়তো কেউ ভাবেননি।
শেষ বাঁশি বাজার ঠিক আগে সমতা ফেরানোর দারুণ এক সুযোগ নষ্ট করেন অ্যাতলেতিকোর মোরাতা। ফেলিক্সের দারুণ এক পাস বক্সে ঢুকলে তা ধরে গোলমুখে ঠেলে দেন কোরেয়া, কিন্তু দৌড়ে গিয়েও ঠিকমতো শট নিতে ব্যর্থ হন মোরাতা।
এই নিয়ে ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে শেষ ষোলোয় জায়গা করে নিল জুভেন্টাস। আর সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অপেক্ষা বাড়লো অ্যাতলেতিকোর।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ