রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৫ রকমের ঘাস থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ) প্রতিনিধির দলের এক সদস্য।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বড় আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই অংশ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে আনার চেষ্টা চলছে।
স্টেডিয়ামের মাঠ, মিডিয়া ফ্যাসিলিটিস, ড্রেসিং রুম ও গ্যালারির বিষয়ে খোঁজ খবর নিতে ঐতিহ্যবাহী দলটির চার প্রতিনিধি এক দিনের সফরে গতকাল মঙ্গলবার ঢাকায় এসেছেন। প্রতিনিধি দলে আছেন ম্যানইউর ফুটবল পরিচালক অ্যালান জে. ডাউসন, সফর ও প্রীতি ম্যাচ আয়োজক কমিটির পরিচালক ক্রিস্টোফার লরেন্স কোম্যান। এছাড়া আরও দুই কর্মকর্তা ম্যালকম স্মিথ ও ম্যাথু চালর্স জোনস। এই দলের এক সদস্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাঁচ রকমের ঘাস থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে ঘাস নিয়ে প্রশ্ন তুললেও অন্যান্য বিষয় নিয়ে ম্যানইউ প্রতিনিধিরা মোটামুটি সন্তুষ্ট বলেই মনে করেন ইভেন্ট ম্যানেজমেন্টের উপদেষ্টা হিসেবে যুক্ত থাকা আবদুল গাফ্ফার। ম্যাচের আগেই সব ঠিক করা হবে বলে ম্যানইউ’র প্রতিনিধিদের আশ্বস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা