পরপর তিনটি স্বর্ণ জয়ে এসএ গেমসের নবম দিন সোমবারকে রাঙিয়ে দিয়েছেন বাংলাদেশের আর্চাররা।
প্রথমে সোমা বিশ্বাস। তারপর সোহেল রানা। সকাল গড়িয়ে দুপুরের রোদ উঠতে উঠতে ইতি খাতুন। নেপালের পোখারা স্টেডিয়ামে টানা তিন স্বর্ণ জিতে নেন তারা।
ইতি এদিন স্বর্ণ জেতেন উইমেন রিকার্ভ ইনডিভিজুয়্যাল ফাইনালে ভুটানের দেমা সোনমকে হারিয়ে। তিনি জয় পান ৭-৩ সেটে। চলতি আসরে এটি বাংলাদেশের ১৭তম সোনা।
নিজেদের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ স্বর্ণের রেকর্ড গড়া থেকে নিশ্বাস দূরতে বাংলাদেশ। ২০১০ সালে নিজেদের মাটিতে আয়োজিত আসর থেকে সর্বোচ্চ ১৮টি স্বর্ণ পদক জয় করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
ইতি রবিবার রিকার্ভের দলগত এবং মিক্সডে দুটি সোনা জেতেন।
বাংলাদেশ নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে মূলত এই আর্চারির কল্যাণেই। রবিবার টানা সাত সোনার পর সোমবার এল টানা তিনটি।
সকালে নারী কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে সোমা ১৪২-১৩৪ পয়েন্টে হারান শ্রীলঙ্কার অনুরাধা করুনারত্নেকে।
পুরুষদের একই ইভেন্টে মোহাম্মদ সোহেল হারান ভুটানের ট্যান্ডিন দর্জিকে, ১৩৭-১৩৬ পয়েন্টে।
বিডি প্রতিদিন/কালাম