শিরোনাম
১০ ডিসেম্বর, ২০১৯ ০৯:৪৪

আইপিএলে অল্প পুঁজিতেই ‘কোটিপতি’ হচ্ছেন শেন ওয়ার্ন

অনলাইন ডেস্ক

আইপিএলে অল্প পুঁজিতেই ‘কোটিপতি’ হচ্ছেন শেন ওয়ার্ন

ফাইল ছবি

২০০৮ সালে সর্বপ্রথম শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। উদ্বোধনী আসরে শিরোপা ঘরে তোলে রাজস্থান রয়্যালস। সেই দলের নেতৃত্বভার ছিল কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের হাতে। আর সেই আইপিএল এবার ‘কোটিপতি’ করে তুলছে তাকে।

রাজস্থান রয়্যালসকে আইপিএল শিরোপা এনে দেওয়ার ফলে দলটির ০.৭৫ শতাংশ মালিকানা পেয়েছিলেন ওয়ার্ন। ওই সামান্য পরিমাণ অংশ আজ ‘কোটিপতি’ করে তুলছে সর্বকালের সেরা এই লেগ স্পিনারকে। কারণ ওই ০.৭৫ শতাংশ মালিকানা এখন বাড়তে বাড়তে ৩ শতাংশের মতো হয়ে উঠেছে।

এখন যদি রাজস্থান রয়্যালস বিক্রি করা হয়, তার দাম উঠবে ২০ কোটি ডলার। আর দাম ক্রমশ বাড়ছে। ওয়ার্নের কথায়, ‘২০ কোটি ডলারের ৩ শতাংশ খারাপ কী?’

শেন ওয়ার্ন জানান, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজস্থানের হয়ে আইপিএল খেলার জন্য অবসর ভেঙে ফিরেছিলাম। তারা আমাকে অধিনায়ক ও কোচ বানানোর পাশাপাশি পুরো দলটাকে চালাতে বলেছিল। যে কারণে আমার চুক্তির মধ্যেই পুরো ব্যাপারটা ছিল।’


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর