১০ ডিসেম্বর, ২০১৯ ১২:০৬

টস দেখতে আম্পায়ারের সঙ্গে মাঠে হাজির সাপ! (ভিডিও)

অনলাইন ডেস্ক

টস দেখতে আম্পায়ারের সঙ্গে মাঠে হাজির সাপ! (ভিডিও)

দুই অধিনায়কের মধ্যে টস দেখতে আম্পায়ারের সঙ্গে মাঠে হাজির হল একটা সাপও। আর তার ফলেই সাময়িকভাবে থমকে গেল খেলা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ৮৬তম রঞ্জি ট্রফি টুর্নামেন্টের অন্ধ্র-বিদর্ভ গ্রুপের ম্যাচে। 

এদিন সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় অন্ধ্র-বিদর্ভের প্রথম দিনের খেলা শুরুর আগে টস করতে গিয়েছিলেন বিদর্ভের অধিনায়ক ফইয়াজ ফয়জাল এবং অন্ধ্রের অধিনায়ক হনুমা বিহারি। যেখানে টস হওয়ার কথা, সেখানেই সাপটিকে ঘুরে বেড়াতে দেখেন ক্রিকেটাররা। স্বভাবতই ভয় পেয়ে যান তারা। তৎক্ষণাৎ টস থামিয়ে ক্রিকেটারদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সাময়িক স্থগিত হয়ে যায় ম্যাচ। 

বিসিসিআই'র কর্মীরা সাপটিকে মাঠ থেকে বের করে দেওয়ার বেশ কিছুক্ষণ পর খেলা শুরু হয়। টস জিতে ফিল্ডিং নেয় বিদর্ভ। সাপের ভিডিও টুইটারে পোস্ট করেছে বিসিসিআই ডমেস্টিক। তা ভাইরাল হতেই এনিয়ে আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকেই  ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের নিরাপত্তার দিকে বিসিসিআই'র গাফিলতির দিকেই আঙুল তুলেছে।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর