১০ ডিসেম্বর, ২০১৯ ১৩:১০

যুক্তরাজ্যের ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জামশেদ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জামশেদ

ফাইল ছবি

স্পট ফিক্সিং-এ ঘুষের সাথে জড়িত থাকার অভিযোগে যুক্তরাজ্যের ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার নাসির জামশেদ। আজ মঙ্গলবার তার বিচার শুরু হবে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ঘুষ নেয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন নাসির জামশেদ। তবে ঘুষ নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
ইংল্যান্ডের ম্যানচেষ্টারে বিচার শুরুর আগে ঘুষ দেয়ার বিষয়টি স্বীকার করেছেন ৩৬ বছর বয়সী ইউসুফ আনোয়ার ও ৩৪ বছর বয়সী মোহাম্মদ ইজাজ ইউসুফ।

পিএসএলের খেলোয়াড়দের আর্থিক সুবিধা দেয়ার জন্য গত ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি সময়ের মধ্যে নিজেদের দোষ স্বীকার করেছিলেন তারা।

মঙ্গলবার ম্যানচেস্টারের ক্রাউন কোর্টে জামশেদের বিপক্ষে প্রসিকিউটাররা মামলা তুলবেন। পাকিস্তানের হয়ে টেস্ট-ওয়ানডে এবং টি-২০ ম্যাচ খেলেছেন জামশেদ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর