১১ ডিসেম্বর, ২০১৯ ১১:৪২

এক দশক পর পাকিস্তানের মাটিতে ফিরল টেস্ট ক্রিকেট

অনলাইন ডেস্ক

এক দশক পর পাকিস্তানের মাটিতে ফিরল টেস্ট ক্রিকেট

সংগৃহীত ছবি

দশ বছর আগে লাহৌরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বাসে জঙ্গিহানার পরে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানের মাটিতে। কিছু দিন আগে শ্রীলঙ্কাই প্রথম সীমিত ওভারের সিরিজ খেলে সে দেশে গিয়ে। এবার আবার শ্রীলঙ্কার হাত ধরেই টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। 

রাওয়ালপিন্ডিতে সেই ঐতিহাসিক টেস্ট শুরু হয়েছে আজ, বুধবার থেকে। তার আগে পাকিস্তানের অধিনায়ক আজহার আলি বলেছেন, ‘‘আমাদের কাছে এটা অত্যন্ত আবেগঘন মুহূর্ত। আবার নিজেদের দেশে টেস্ট খেলতে পারছি। আশা করব, এবার নিয়মিত ভাবে ঘরের মাঠে সিরিজ খেলতে পারব আমরা।’’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি মঙ্গলবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এরপর থেকে নিরপেক্ষ কেন্দ্রে আর দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না পাকিস্তান। পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানে এক প্রতিনিধি দল পাঠিয়ে সব কিছু খতিয়ে দেখতে। ২০২২ সালে পাকিস্তানে খেলতে আসার কথা অস্ট্রেলিয়ার। শ্রীলঙ্কার এই সিরিজ ঘিরে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর