করাচিতে কনিষ্ঠতম পেস বোলার হিসেবে টেস্টে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ।
করাচি টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১ রানে ৫ উইকেট নেন নাসিম। ১৬ বছর ৩০৭ দিন বয়সে পাঁচ উইকেট নিলেন এই পেসার। এতদিন এই রেকর্ড মোহাম্মদ আমিরের (১৭ বছর ২৫৭ দিন) দখলে ছিল। ১৬ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে আমিরকে পেছনে ফেলে দিলেন নাসিম। তবে টেস্টে কনিষ্ঠতম বোলার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড পাকিস্তানেরই নাসিম উল ঘানির (১৬ বছর ৩০৩দিন) দখলেই থাকল।
নাসিম শাহের আগুনে বোলিংয়ে করাচি টেস্টের পঞ্চম দিন মাত্র ১৪ মিনিটেই টেস্ট জিতে নেয় পাকিস্তান। ৪৭৬ রান তাড়া করতে নেমে ২১২ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ