নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন যুজবেন্দ্র চাহাল। কিন্তু তাঁকেই প্রথম ওয়ানডেতে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে খেলতে নামে ভারত। পরের দুটো ওয়ানডেতে চাহাল ফেরেন দলে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে-তে তিনটি করে উইকেট নেন চাহাল।
এ প্রসঙ্গে পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার বলছেন, ‘‘(রবীন্দ্র) জাদেজা মাঝে মাঝে উইকেট পাচ্ছে। কুলদীপ (যাদব) ভাল পারফরম্যান্স তুলে ধরতে পারছে না। কিন্তু (যুজবেন্দ্র) চাহাল বেশ ভাল। ওকে বেঞ্চে বসিয়ে রাখা উচিত নয়। চাহাল এমন কিছু কৌশল জানে যা দিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পারে। কমপ্লিট লেগ স্পিনার বলতে যা বোঝানো হয়, চাহাল তেমনই। চাহাল ব্যাটসম্যানদের উপরে প্রাধান্য বিস্তার করে। বুদ্ধিদীপ্ত ক্রিকেটার।’’
শোয়েব বলেন, ‘‘কুলদীপকে দেখে মনে হচ্ছে চাপে রয়েছে। ওকে দেখে কখনও মনে হয়নি খেলার মধ্যে রয়েছে। এটাই চিন্তার কারণ ভারতের কাছে। একমাত্র চহালকে দেখেই মনে হয়েছে মাঝের ওভারে উইকেট নিতে পারে। আর কাউকে দেখে সেরকম মনে হয়নি।’’
ওয়ানডে সিরিজে ভরাডুবি ঘটেছে ভারতের। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কিউইদের বিরুদ্ধে টেস্ট সিরিজ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ