নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজের তিন ম্যাচে কোনও উইকেট পাননি ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরাহ। সার্বিকভাবে পিঠের চোট সারিয়ে ওঠার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ৫০ ওভারের ফরম্যাটে মাত্র একটি উইকেট নিয়েছেন তিনি।
তারই জের ধরে এবার সমালোচকদের তীব্র আক্রমণ করে বুমরাহর পাশে দাঁড়ালেন মোহাম্মদ শামি। তাঁর মতে, এখন ক্রিকেটারদের সমালোচনা করে অর্থ উপার্জন করছেন অনেকে। তাঁর মতে, চোটের জন্য দীর্ঘদিন বাইরে থাকার পর ফিরেই সেরা ফর্মে বল করা কঠিন।
ভারতের সফলতম পেসার শামি বলেছেন, “মাঠের বাইরে থেকে কারও সমালোচনা করা সোজা। কিন্তু দলে প্রত্যাবর্তনের জন্য প্রচণ্ড মানসিক শক্তির প্রয়োজন। এখন অবশ্য ক্রিকেটারদের সমালোচনা করেই উপার্জন করছে অনেকে। দেশের হয়ে বুমরাহ যা অবদান রেখেছে, তা কীভাবে ভুলে যাওয়া যায় বা উপেক্ষা করা যায়? বুমরাহকে নিয়ে কথা বলছে ঠিক আছে, কিন্তু তিন-চারটে ম্যাচেই কি ফলাফল পাওয়া যায়? আমার মনে হয় ইতিবাচক দিকগুলোই দেখা উচিত। কারণ তাতেই উপকার হয় ক্রিকেটারদের।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ