জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট দলে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। ব্যক্তিগত কারণে দলে নেই সৌম্য সরকার।
এছাড়া বাদ পড়েছেন পাকিস্তানে খেলা রুবেল হোসেন ও আল-আমিন হোসেনও। এদিকে দলে ফিরেছেন মুশফিক, তাসকিন, মুস্তাফিজ, মিরাজ।
দলে নতুন মুখ দুইজন- ইয়াসির আলী ও হাসান মাহমুদ।
১৬ সদস্যের বাংলাদেশ দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী চৌধুরী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ