জার্মান বুন্দেস লিগায় রবিবার কোলনকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দলের হয়ে জোড়া গোল করেন সের্গে নাব্রি। আর একটি করে গোল করেন রবার্ট লেভান্ডভস্কি ও কিংসলে কোম্যান। আর এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল হ্যান্স ফ্লিকের শিষ্যরা।
কোলনের মাঠে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন উৎসব শুরু করেন লেভান্ডভস্কি। পঞ্চম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন কোম্যান। আর ১২তম মিনিটে নাব্রি গোল করলে জয়ের সুবাস পায় বাভারিয়ানরা।
বিরতির পর নিজের জোড়া গোলের পাশাপাশি জয় নিশ্চিত করেন জার্মান তরুণ নাব্রি। ৬৬তম মিনিটে চলমান লিগে নিজের নবম গোলটি করেন।
অবশ্য ৭০তম মিনিটে ব্যবধান কমায় কোলন। গোলটি করেন মাক উট। কিন্তু এই গোল বায়ার্নের বড় জয়ে কোনো প্রভাব ফেলতে পারেনি।
লিগে ২২ ম্যাচে ১৪ জয় ও চার ড্রযে বায়ার্নের পয়েন্ট ৪৬। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে লাইপজিগ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ