বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভারাস নিয়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে সর্বত্র। করোনা বাংলাদেশেও হানা দিয়েছে। এদিকে, করোনা আতঙ্কে দেশের সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আপাতত মাঠের ক্রিকেট বন্ধ।
রবিবার নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রেডমিলে জগিং করার ভিডিও পোস্ট করেন। ফিটনেসের ব্যাপারে বেশ সচেতন জাতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। আর সে জন্য বসে নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। নিজ দায়িত্বে অনুশীলন করছেন ঘরের মধ্যেই।
এর আগে গত ১৮ মার্চ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন মুশফিক। যেখানে করোনা প্রতিরোধে পরামর্শ দেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন