করোনাভাইরাস রোধে লকডাউনে একঘেয়েমি কাটাতে ক্রিকেটপ্রেমীদের জন্য 'এক ব্যাগ' স্মৃতি নিয়ে হাজির বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ঘরবন্দি ক্রিকেটপ্রেমীদের জন্য খুলে দেওয়া হল আইসিসি'র ক্রিকেট আর্কাইভ।
১৯৭৫ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটের সব খেলাই দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। আইসিসির নিজস্ব আর্কাইভে এসব থাকলেও তা সর্বজনীন করা হয়নি এতদিন। এবার করোনাভাইরাস এর জেরে ঘরে আটকে থাকা মানুষদের জন্য এই উদ্যোগ নিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
শুধুমাত্র বিশ্বকাপের ম্যাচ নয়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচও রয়েছে এখানে। আইসিসির ফেসবুক পেজে এইসব ম্যাচগুলো দেখা যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ