২ এপ্রিল, ২০২০ ১১:৩৪

চলে গেলেন ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির জনক লুইস

অনলাইন ডেস্ক

চলে গেলেন ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির জনক লুইস

ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ (বায়ে)-টনি লুইস (ডানে)

চলে গেলেন ডি-এল বা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির যৌথ উদ্ভাবকের একজন টনি লুইস। গতকাল বুধবার রাতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে টনি লুইস এমবিই ৭৮ বছর বয়সে মারা গেছেন।’

ইসিবির পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, ‘টনি লুইসের মৃত্যুর খবর পাওয়াটা বোর্ডের জন্য দুঃখজনক। টনি এবং তার বন্ধু ফ্র্যাঙ্কের কাছে ক্রিকেট বিশ্ব ঋণী। আমরা তার বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করছি।’

গণিতবিদ ফ্রাঙ্ক ডাকওয়ার্থ এবং লুইস মিলে ক্রিকেটে বৃষ্টি আইন পদ্ধতি উদ্ভাবন করেন যা প্রথম ব্যবহৃত হয় ১৯৯৬-৯৭ মৌসুমে জিম্বাবুয়ে বনাম ইংল্যান্ডের মধ্যকার এক ওয়ানডে ম্যাচে। ডাকওয়ার্থ ও লুইস দু’জনে মিলে এই আইন উদ্ভাবন করেছিলেন বিধায় পদ্ধতিটির নামকরণও করা হয় তাদের নামে। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে এ আইন গ্রহণ করে ১৯৯৯ সালে। ২০১৪ সালে কুইন্সল্যান্ডের আরেক গণিতবিদ স্টিভেন স্টার্ন আধুনিক ক্রিকেটের স্কোরিং-রেট বিবেচনায় এই বৃষ্টি আইনে সামাঞ্জস্য আনেন। সেই সঙ্গে ডার্কওয়ার্থ ও লুইসের সঙ্গে এই আইনে নাম জুড়ে যায় স্টার্নের। ২০১৫ বিশ্বকাপ থেকে চালু হয় ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতি। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর