বিশ্বব্যাপী মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস ইতোমধ্যে ২০৯টি দেশে হানা দিয়েছে। এর থাবায় প্রাণ গেছে লক্ষাধিক মানুষের। আক্রান্ত হয়েছে প্রায় ১৭ লাখ। এর প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব।
করোনার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। স্থবির হয়ে পড়েছে পুরো ক্রীড়াজগত। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হওয়ার ব্যাপারে আশা ছাড়ছেন না অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তিনি আশাবাদী যে করোনাভাইরাসের জেরে উদ্ভূত পরিস্থিতি কেটে গেলেই হবে আইপিএল।
২৯ মার্চ থেকে হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু, লকডাউনের জেরে তা পিছিয়ে গিয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত। ধারণা করা হচ্ছে, ভারতে লকডাউনের মেয়াদ বাড়তে চলেছে। ফলে, আইপিএল কবে হবে তা নিয়ে সংশয় থাকছে। এই অবস্থায় অনেকেই গ্যালারি ফাঁকা করে আইপিএল আয়োজনের পক্ষে প্রশ্ন করছেন। আবার অনেকেই মনে করছেন যে এখন আইপিএল হওয়ার মতো পরিস্থিতি নেই।
আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্সে আসা অজি পেসার কামিন্স অবশ্য দর্শকহীন মাঠেও আইপিএলে খেলতে প্রস্তুত। তাঁর মতে, আইপিএল হলে তা করোনার আতঙ্ক কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে সাহায্য করবে।
তিনি বলেছেন, “এই মুহূর্তে সবার নিরাপদে থাকাই অগ্রাধিকার পাচ্ছে। তবে তার পরই আসছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠা। সেই কারণে যদি ফাঁকা গ্যালারিতেও খেলতে হয়, দুর্ভাগ্যের হলেও তাই হোক। তাতে অন্তত ঘরে বসে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ