১৩ এপ্রিল, ২০২০ ১১:১৫

করোনাভাইরাস: যুদ্ধরত স্বাস্থ্যকর্মীদের প্রতি মেসির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস: যুদ্ধরত স্বাস্থ্যকর্মীদের প্রতি মেসির শ্রদ্ধা

ফাইল ছবি

করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর বিষাক্ত ছোবলে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে এমন সংকটের মুহূর্তে নিজের জীবন বাজি রেখে লড়ে যাচ্ছে প্রতিটি দেশের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। এমনকি অন্যদের বাঁচাতে গিয়ে তারা নিজের জীবনও দিয়ে দিচ্ছেন অকাতরে। 

এবার সেসব জাতীয় বীর স্বাস্থকর্মীদের আন্তরিকভাবে সম্মান ও সমর্থন জানালেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার লিওনেল মেসি। শনিবার ছিল বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহের শেষদিন। ইভেন্টটির কথা ভুলে যাননি মেসি। 

করোনার বিরুদ্ধে যুদ্ধে নামা পৃথিবীর সকল স্বাস্থ্যকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার আর্জেন্টাইন ফরোয়ার্ড তার ইন্সটাগ্রামে চিকিৎসকের হাতে নেওয়া এক শিশুর ছবি পোস্ট করে লেখেন, ‘গতকাল বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহ শেষে হয়েছে এবং ইউনিসেফের সঙ্গে একত্রে, আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই স্বাস্থকর্মীরা যে কাজ করে যাচ্ছে তার প্রতি।’ 

তিনি আরও লেখেন, ‘কোভিড-১৯ থেকে আমাদের নিরাপদে রাখার জন্য নিজের পরিবার থেকে দীর্ঘদিন ও দীর্ঘরাত পরিবার থেকে দূরে আছেন সেসব অজ্ঞাতনামা নায়করা। এতসব কিছু সত্ত্বেও, তারা তাদের মহৎ অঙ্গীকার রেখে যাচ্ছেন প্রসূতি মহিলা, শিশু ও কিশোরদের সেবা ও নিরাপত্তা দিয়ে।’ 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর