অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন, সূচি বদল করে রুদ্ধদ্বার স্টেডিয়ামে যদিও বা হতে পারে আইপিএল। কিন্তু দর্শকশূন্য গ্যালারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া কোনও মতেই সম্ভবই নয়।
অনেকেই বলছেন অক্টোবর-নভেম্বর মাসের উইন্ডোতে হতে পারে আইপিএল। পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ম্যাক্সওয়েল বলছেন, ‘‘আইপিএল দর্শকহীন স্টেডিয়ামে হতেই পারে। কিন্তু দর্শকশূন্য অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভাবা সম্ভবই নয়।’’
করোনাভাইরাসের আক্রমণ কতটা ঠেকাতে পারবে অস্ট্রেলিয়া, তার উপরে নির্ভর করে রয়েছে নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে না কি তা পিছিয়ে যাবে।
ঠিক সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে ‘ম্যাড ম্যাক্স’ বলছেন, ‘‘মাঠে একটা লোকও থাকবে না এই অবস্থায় বিশ্বকাপ হবে, এমন কথা কেউ কল্পনাও করতে পারে না। অদূর ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বলে তো আমার মনে হচ্ছে না।’’
সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়ানোর কথা অক্টোবর-নভেম্বরে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ