করোনার কারণে আগামী এক বছর ক্রিকেট মাঠে বল গড়ানোর কোনো সম্ভাবনা দেখছেন না সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। সূচি অনুযায়ী এই বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে সেই বিশ্বকাপ হওয়ার সম্ভাবনাও দেখছেন না 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'।
এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, 'ভারত-অস্ট্রেলিয়া বহু প্রতীক্ষিত সিরিজ হবে বলে মনে হয় না। আমার মনে হয়, আগামী এক বছর ক্রিকেট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। টি টোয়েন্টি বিশ্বকাপও হবে না বলেই মনে হচ্ছে।'
কয়েকদিন আগে ভারত ও পাকিস্তান দুই দেশের করোনার ত্রাণে টাকা তোলার জন্য তিন ম্যাচের ভারত-পাক ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। কিন্তু তার প্রস্তাব মেনে নিতে পারেননি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
আগামী ৬ মাসের মধ্যে ক্রিকেট মাঠে নামা যে সম্ভবই নয়, তা জানিয়েছিলেন কপিল। শোয়েব এখন কপিলের সুরেই সুর মিলিয়ে বলছেন, আগামী এক বছর ক্রিকেট হবেই না।
বিডি প্রতিদিন/আরাফাত