বিশ্বের বিধ্বংসী বোলারদের মধ্যে ডেল স্টেইনের অন্যতম। তাঁর বোলিংয়ের সামনে সমস্যায় পড়েননি এমন ব্যাটসম্যান খুব কমই আছে। সেই স্টেইনের চোখে বিশ্বের সেরা ব্যাটসম্যান কারা?
সোমবার টুইটারে ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার। যেখানে এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, আপনি যাদের বল করেছেন, তাদের মধ্যে থেকে কাকে সেরা বাছবেন? স্টেইন এক জনের নাম না করে পাঁচ জনকে বেছে নেন। সেই পাঁচ ব্যাটসম্যান হলেন: রিকি পন্টিং, ক্রিস গেইল, কেভিন পিটারসেন, শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড়।
ক্রিকেট ভক্তের প্রশ্নের জবাবে স্টেন টুইটারে লেখেন, ‘‘সবাই খুব ভাল ব্যাটসম্যান ছিল। যেমন পন্টিং। আবার শচীন ছিল প্রাচীরের মতো। দ্রাবিড়, গেইল, কেপি- সবাই ভাল ছিল।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ