খুলনায় অসচ্ছল খেলোয়াড় ও নিম্ন আয়ের সাধারণ মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা।
আজ শুক্রবার নগরীর বিভিন্ন স্থানে এ সহায়তা দেওয়া হয়। এসময় ক্রিকেটার সালমা খাতুন, রুমানা আহমেদ, আয়শা রহমান শুকতারা, সাহেলা শারমিন ও ক্রিকেট কোচ ইমতিয়াজ হোসেন পিলু উপস্থিত ছিলেন।
জাতীয় দলের খেলোয়াড় সালমা খাতুন জানান, যে সকল অসচ্ছল খেলোয়াড় রয়েছে তারা দুর্যোগ কালিন সময়ে যেন সমস্যায় না পরে এ জন্য তাদের পাশে দাঁড়াচ্ছি। পাশাপাশি আশপাশের নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ