৫ আগস্ট, ২০২০ ১৬:২৩

করোনায় বিপর্যস্ত বিশ্ব: ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার নাদালের

অনলাইন ডেস্ক

করোনায় বিপর্যস্ত বিশ্ব: ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার নাদালের

ফাইল ছবি

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতিতে চলতি মাসের শেষে শুরু হওয়া ইউএস ওপেন ২০২০ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন রাফায়েল নাদাল। ফলে এবছর এই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও পুরুষ টেনিসে দ্বিতীয় সেরা এই তারকাকে পাচ্ছে না যুক্তরাষ্ট্র।

এ প্রসঙ্গে নাদাল বলেন, ‘বিশ্বব্যাপী স্বাস্থ্য ঝুঁকি বাজে অবস্থায় রয়েছে। আক্রান্তের হারও বাড়ছে। এমন সিদ্ধান্ত আমি কখনোই নিতে চাইনি। তবে আমি আমার অন্তরের কথা শুনছি। এবছর আমি ভ্রমণ করছি না। ’

১৯টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল সরে যাওয়ার ফলে আধুনিক টেনিসের দুই মহারথীকেই ইউএস ওপেন পাচ্ছে না। এর আগে ইনজুরির কারণে কোর্টের বাইরে চলে যান রজার ফেদেরার।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর