৬ আগস্ট, ২০২০ ১৫:৪৪

স্ত্রীকে সঙ্গে নেয়ার অনুমতি পেলেন কোহলিরা

অনলাইন ডেস্ক

স্ত্রীকে সঙ্গে নেয়ার অনুমতি পেলেন কোহলিরা

সংগৃহীত ছবি

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরের আইপিএল শুরু হবে। এতে স্ত্রী-সন্তানদের সঙ্গে নেওয়ার অনুমতি পেয়েছে খেলোয়াড়রা। এজন্য আইপিএল আয়োজকরা ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)’ শিরোনামে ১৬ পৃষ্ঠার বিশদ নিয়মকানুন প্রকাশ করেছে।

সেখানে বলা হয়েছে, করোনাভাইরাস বিস্তারের ঝুঁকি প্রশমিত করতে কিছু নিয়ম মেনে স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখতে পারবেন খেলোয়াড়রা। 

এর মধ্যে রয়েছে কমপক্ষে ৫টি বাধ্যতামূলক কোভিড-১৯ পিসিআর টেস্ট করাতে হবে খেলোয়াড়দের। একই সঙ্গে খেলোয়াড়দের পরিবারের সদস্যদেরও টেস্ট করাতে হবে। তবে, খেলোয়াড়দের সঙ্গে হোটেল থেকে মাঠে যেতে পারবেন না পরিবারের সদস্যরা। হোটেলে থেকেই ম্যাচ উপভোগ করতে হবে।

‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)’ শিরোনামের ওই নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো খেলোয়াড় বা তার পরিবারের কোনো সদস্য যদি উল্লিখিত নিয়মকানুনের লঙ্ঘন করে, তাহলে সেই খেলোয়াড়কে আইপিএলের কোড অব কন্টাক্ট রুলসের আওতায় যথাযথ শাস্তি দেয়া হবে। 

এছাড়াও খেলোয়াড়রা যেসব নিয়ম মেনে টুর্নামেন্টে অংশ নেবেন। তার সবগুলো পরিবারের সদস্যদের জন্যও প্রযোজ্য হবে।

বিডি প্রতিদিন/এজে

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর