কয়েকদিন আগেই বর্ণবৈষম্যের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। আবারও আলোচনায় সাদা-কালোর বিভেদ! এবার বর্ণ বৈষম্যের অভিযোগ এনেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার থামি সোলেকিলে।
ক্যারিয়ারের শেষ দিকে তাঁকে নাকি অন্যায় ভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা বর্তমানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রেম স্মিথের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তিনি। তাঁর দাবি, মার্ক বাউচারের চোখে আঘাত লাগার পরেও স্মিথ নাকি বর্ণবৈষম্যের কারণে দলে থাকা সত্ত্বেও তাঁকে মাঠে নামাননি।
২০১২ সালের একটি ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, দলে বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে তিনি থাকলেও বাউচার আহত হওয়ার পর ইংল্যান্ড সফরে এবি ডি ভিলিয়ার্সকে কেন উইকেটরক্ষকের দায়িত্ব দেবেন!
স্বাভাবিকভাবেই এই অভিযোগে বিব্রত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক স্মিথ। বর্ণ বৈষম্যের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, "অধিনায়ক হিসেবে সবাইকে খুশি রাখা সম্ভব নয়। সোলেকিলেকে বাদ দেওয়ার ব্যাপারে কোনও প্রকার বর্ণবৈষম্য বা ওই জাতীয় কিছু ছিল না। পুরো বিষয়টি নির্বাচকদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছিল।"
বিডি প্রতিদিন/ ওয়াসিফ