বার্সেলোনায় লিওনেল মেসি দীর্ঘ ২০ বছর খেলেছেন। গত সপ্তাহে আর্জেন্টাইন তারকা জানিয়ে দেন, আর বার্সায় খেলবেন না তিনি। তবে মেসির সঙ্গে আগামী ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়নে বার্সা আগ্রহী বলে জানা গেছে।
এদিকে ম্যানচেস্টার সিটিতে মেসি যাওয়ার বিষয় বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে ইউরোপের গণমাধ্যমে। মেসি কী পরিমাণ অর্থে রাজি হবেন, রিলিজ ক্লজে কী আছে তা নিয়েও চলছে বিস্তর বিশ্লেষণ।
মেসির বাবা জর্জ মেসি ছেলের ক্যারিয়ারের বিষয়গুলো দেখভাল করেন। জর্জ মেসি ম্যান সিটিতে তার ছেলের খেলা নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে মুখ খুলতে চাননি।
মেসির বিষয়ে আলোচনা করতে বার্সেলোনায় পৌঁছেছেন জর্জ মেসি। বার্সেলোনার এল প্রাত বিমানবন্দরে মেসির ভবিষ্যৎ নিয়ে করা প্রশ্নে জর্জ মেসি বলেছেন, আমি কিছুই জানি না।
বিডি প্রতিদিন/ফারজানা