আন্তর্জাতিক ফুটবলে সেঞ্চুরি গোলের মাইলস্টোন ছুঁয়ে অভিনন্দনের বন্যায় ভাসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিংবদন্তি পেলের অভিনন্দন বার্তা পেয়েছেন। এবার যে ক্লাব থেকে ইউরোপিয়ান ফুটবলে তার আধিপত্য বিস্তার শুরু করেছিলেন তিনি, সেই ম্যানচেস্টার ইউনাইটেডের অভিনন্দন বার্তাও পৌঁছে গেল পর্তুগিজ সুপারস্টারের কাছে।
এক অভিনন্দন বার্তায় ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে, পর্তুগালের হয়ে শততম গোলের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো তোমায় অভিনন্দন। রোনালদোকে অভিনন্দন জানিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের করা এই পোস্টে এরপর হঠাৎ করেই সমর্থকদের আবদার শুরু হয়।
'রোনাল্ডোকে ঘরে ফেরানো হোক'-এমনই দাবি নিয়ে ক্লাব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন অনুরাগীরা। কেউ কেউ লেখেন, শেষ একটিবারের জন্য যদি এটাকে সম্ভব করা যায়। সবমিলিয়ে শততম আন্তর্জাতিক গোলের পুরস্কার হিসেবে রোনালদোকে ক্লাবে ফিরে পাওয়ার আবেদনে মেতেছেন সমর্থকেরা।
এদিকে মাইলস্টোন গড়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডে তার একদা সতীর্থদেরও প্রশংসা কুড়িয়ে নিয়েছেন সিআর সেভেন। সাবেক ম্যান ইউ ডিফেন্ডার রিও ফার্দিনান্দ জানিয়েছেন, ফুটবলারদের গোটা ক্যারিয়ারে ১০০ গোল পেতে কালঘাম ছুটে যায়। সেখানে ক্লাব গোল নয়, কেবল জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক গোলেই সেঞ্চুরি ছুঁয়ে ফেলল ও। এটা সাংঘাতিক ব্যাপার।’
উল্লেখ্য, সুইডেনের বিরুদ্ধে গত মঙ্গলবার নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে ইরানের আলি দায়েই’য়ের পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে শততম গোলের অনন্য কৃতিত্ব গড়লেন ক্রিশ্চিয়ানো। দেশের জার্সি গায়ে ১৬৫তম ম্যাচে মাইলস্টোন গড়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেরও অভিবাদন কুড়িয়ে নিয়েছেন জুভেন্টাস তারকা।
আন্তর্জাতিক ফুটবলে ৭৭ গোলের মালিক ক্রিশ্চিয়ানোকে টুইটবার্তায় অভিনন্দন জানিয়ে লিখেছেন, আমরা ভেবেছিলাম আজ ১০০তম গোল সেলিব্রেট করব। কিন্তু আসলে সংখ্যাটা এখন ১০১। অভিনন্দন ক্রিশ্চিয়ানো। আজ তুমি তোমার ফুটবল জার্নির এক অন্য শিখরে পৌঁছে গেলে।
রোনালদোর সাবেক ক্লাব সতীর্থ গ্যারি নেভিল্লে আবার দাবি করেছেন, আল দায়েইকে টপকে সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলস্কোরার হওয়ার পাশাপাশি ক্যারিয়ারে প্রতিযোগীতামূলক গোলের নিরিখে পেলের রেকর্ডে ভালোই চোখ রয়েছে ক্রিশ্চিয়ানোর।
ক্যারিয়ারে প্রতিযোগীতামূলক গোলের নিরিখে পেলেকে (৭৬৭) টপকে যেতে আর ২৯ গোল প্রয়োজন রোনালদোর। অন্যদিকে, আল দায়েইকে টপকে আন্তর্জাতিক ফুটবলে বিশ্বের সর্বাধিক গোলস্কোরার হতে রোনালদোর প্রয়োজন ৯টি গোল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ