জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা যুক্তরাষ্ট্রে বর্ণবাদী সহিংসতার বিরুদ্ধে ব্যতিক্রমীভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। ইউএস ওপেনের প্রতিটি পর্বে তিনি কালো মাস্ক পরেছেন। যাতে যুক্তরাষ্ট্রে পুলিশী হেফাজতে কিংবা বর্ণবাদী সহিংসতায় প্রাণ হারানো কৃষ্ণাঙ্গদের নাম রয়েছে। টুর্নামেন্টটির শুরু থেকে নাওমি এ প্রতিবাদ শুরু করেন। এখন তিনি পৌঁছে গেছেন ইউএস ওপেনের সেমিফাইনালে।
নাওমির মাস্কে যেসব হতভাগ্য কৃষ্ণাঙ্গের নাম উঠে এসেছে তারা হলেন ব্রিওন্না টেইলর, এলিজাহ ম্যাকক্লেইন, আদমাউদ আরবেরি, ট্রেইভন মার্টিন ও জর্জ ফ্লয়েড। জনসম্মুখে তাদের নামাঙ্কিত মাস্ক পরায় নাওমিকে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট কৃষ্ণাঙ্গদের পরিবারের সদস্যরা। তাদের ধন্যবাদ জানানোর রেকর্ড করা ভিডিও নাওমির জন্য ইএসপিএনের সেটে প্রচারিত হয়েছে।
সেই ধন্যবাদের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করে নাওমি বলেছেন, আমি যাতে কেঁদে না ফেলি সেই চেষ্টা করে যাচ্ছিলাম। আমি যা করছি তা তাদের হৃদয় স্পর্শ করেছে আমি এতে আবেগাপ্লত। আমার মতে, আমি যা করছি তা কিছুই না।
বিডি প্রতিদিন/ফারজানা