একসঙ্গে পাকিস্তান দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের পদ সামলাচ্ছেন মিসবাহ-উল-হক। বিষয়টা নিয়ে বিতর্কও হয়েছে অনেক। এবার শোনা যাচ্ছে, সাবেক পাকিস্তানি অধিনায়ককে প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর শীর্ষ কর্তাদের সঙ্গে এরইমধ্যে নাকি প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন শোয়েব আখতার। বৃহস্পতিবার আলোচনার বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। তবে আলোচনার বিষয়বস্তু খোলাসা করেননি তিনি। তবে গুরুত্বপূর্ণ পদে যোগ দেওয়ার ব্যাপারটা ইঙ্গিতে জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
‘ক্রিকেট বাজ’ নামের একটি ইউটিউব শোয়ে দেওয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচক পদে যোগ দেওয়ার প্রস্তাব পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে শোয়েব আখতার বলেন, ‘আমি এটা অস্বীকার করব না। হ্যাঁ, বোর্ডের সঙ্গে কিছু আলোচনা হয়েছে এবং পাকিস্তান ক্রিকেটে গুরুত্বপূর্ণ পদে কাজ করার আগ্রহ আছে আমার। তবে এখনও কিছুই চূড়ান্ত নয়। ’
হেড কোচ মিসবাহকে বাড়তি চাপ থেকে মুক্ত রাখতেই প্রধান নির্বাচক পদে অন্য কাউকে নিয়োগ দিতে চায় পিসিবি। এছাড়া নতুন নীতিমালা অনুযায়ী একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ পদে থাকা ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ হিসেবে বিবেচনা করা হয়। ফলে শোয়েব আখতারের ওই পদে আসীন হওয়ার সম্ভাবনা আছে। আর তাতে রাজিও আছেন এই সাবেক ‘গতিদানব’।
তিনি বলেন, ‘আমি খুব আরামদায়ক জীবনযাপন করি। আমি আমার ইচ্ছা অনুযায়ী ক্রিকেট খেলেছি, কিন্তু আমি এখন থিতু হয়েছি। কিন্তু আমি এই আরাম ছাড়তে এবং পিসিবির জন্য যেকোনো দায়িত্ব কাঁধে তুলে নিতে রাজি আছি। আমি অন্যদের উপদেশ দিতে ভয় পাই না। যদি সুযোগ আসে আমি সময় দিতে রাজি আছি। ’
বিডি-প্রতিদিন/শফিক