শ্রীলঙ্কা সফর নিয়ে এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে টাইগাররা। করোনার প্রাদুর্ভাবের মধ্যে শ্রীলঙ্কা সফরে যতটা সম্ভব কম সময়ের কোয়ারেন্টাইন আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোয়ারেন্টাইন পর্বটা কোনোভাবে সাত দিনের বেশি চাচ্ছে না তারা। শনিবার মিরপুরে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন সাংবাদিকদের জানান, শ্রীলঙ্কায় পৌঁছানোর পর কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সেটিই এখন আলোচনার বিষয়।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে গত জুলাই-আগস্টে হওয়ার কথা ছিল দু’দলের এই সিরিজ। কিন্তু বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে তা স্থগিত করা হয়। তবে বাংলাদেশ এখন পরিকল্পনা করছে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার। ২৪ অক্টোবর থেকে দু’দলের তিন টেস্ট সিরিজ শুরুর কথা।
সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন জানান, কোয়ারেন্টাইন নিয়ে বাংলাদেশের ইচ্ছার বিষয়টি নিয়ে নিজ দেশের সরকারের সঙ্গে আলোচনা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে টাইগারদের কাছ থেকে কিছু তথ্য চেয়েছিল, তা ইতিমধ্যেই দিয়েছে বিসিবি। নিজামউদ্দিন বলেন, তাদের সঙ্গে সর্বশেষ যোগাযোগের সময় শ্রীলঙ্কা বোর্ড জানিয়েছিল- আমাদের সাত দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে। তারপর আমরা আমরা সূচি চূড়ান্ত করতে পারব।
তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। তবে তারা কিছু তথ্য জানতে চেয়েছিল। আমরা তা দিয়েছি। আমরা আশা করি, আগামী দু’দিনের মধ্যে তাদের অনুমতি পাব।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি, অক্টোবরে টেস্ট সিরিজ শুরুর আগে টাইগারদের অনুশীলন, আন্ত-স্কোয়াড ম্যাচ খেলার সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল লঙ্কানরা। তবে, কোয়ারেন্টিন সম্পূর্ণ না করার আগ পযর্ন্ত স্থানীয় দলের সঙ্গে কোনো ম্যাচ খেলার অনুমতি পাবে না বাংলাদেশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার