ভারতীয় ক্রিকেটার শান্তাকুমারন শ্রীশান্ত আইপিএলে স্পট ফিক্সিং করে ২০১৩ সালে ক্রিকেট থেকে নির্বাসনের মুখে পড়েছিলেন। সেই নির্বাসনের সময় পার হলো- আজ ১৩ সেপ্টেম্বর, সোমবার। বাইশ গজে ফিরতে আর কোনো বাধা নেই দেশে হয়ে দুবার বিশ্বকাপ জেতা পেসারের।
নির্বাসন থেকে মুক্তির দিন স্বস্তির প্রতিক্রিয়ায় শ্রীশান্ত- “এই দিনটার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি। আমার পুরো পরিবারের কাছেই আজ স্বস্তির দিন। শাস্তি থেকে মুক্তি পেলাম। নিজেকে আজ স্বাধীন মনে হচ্ছে। ক্রিকেট মাঠে ফিরতে পারা নিয়ে কোনো বাধা রইল না, এটা ভেবেই দারুণ স্বস্তি ও উচ্ছ্বসিত।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ