১৭ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৩১

পাকিস্তানে দেখা যাবে না আইপিএল

অনলাইন ডেস্ক

পাকিস্তানে দেখা যাবে না আইপিএল

রাজনৈতিক সর্ম্পকের টানাপোড়েনের কারণে ২০১২ সাল থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান। ২০০৭ সালে সর্বশেষ টেস্ট, ২০১২ ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই রাজনৈতিক সমস্যার কারণে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলে খেলতে পারছে না পাকিস্তানের খেলোয়াড়রা।

শুধু আইপিএলে খেলা নয়, এবার আইপিএলের ম্যাচগুলোও টিভিতে দেখা থেকেও বঞ্চিত হবেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। তেমনই ব্যবস্থা করেছে ভারতীয় সম্প্রচার কর্তৃপক্ষ। পাকিস্তানের কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেনি আইপিএল সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। যদিও বিশ্বের ১২০টি দেশে আইপিএলের ত্রয়োদশ আসরের খেলা দেখা যাবে। পাকিস্তান থেকে কোনো অ্যাপসের মাধ্যমেও আইপিএল দেখার সুযোগ থাকছে না।

পাকিস্তানে আইপিএল সম্প্রচার না হলেও টুর্নামেন্টের ভিউয়ারশিপে কোনো প্রভাব পড়বে না বলে আশাবাদি স্টার স্পোর্টস। গত মার্চ থেকে স্টার স্পোর্টসের যে পরিমাণ লোকসান হয়েছে, সেটা তারা আইপিএল দিয়েই পুষিয়ে নিতে চায়। এ কারণে আইপিএলকে এবার বিশ্বের ১২০টি দেশে পৌঁছে দিয়েছে স্টার স্পোর্টস। দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটেন, আফ্রিকা এমনকি কানাডা, আমেরিকা এবং ইউরোপসহ অনেক দেশেই আইপিএল দেখানো হবে। শুধু দেখতে পারবে না পাকিস্তান।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর