সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও এনবিএন সুপারস্টার মাইকেল জর্ডানের বাস্কেটবল জার্সি রেকর্ডমূল্যে বিক্রি হয়েছে। লস অ্যাঞ্জেলসে শুক্রবার জার্সি দুটি বিক্রি হয়।
জর্ডানের ২৩ নম্বর জার্সিটি বিক্রি হয়েছে ৩ লাখ ২০ হাজার ডলার মূল্যে। ১৯৮৪ সালে শিকাগো বুলসের হয়ে স্বাক্ষরের সময় সেটি পরেছিলেন জর্ডান।
ওবামা তার জার্সিটি পরেছিলেন পুনাহু স্কুল টিমে খেলার সময়। এটি বিক্রি হয়েছে ১ লাখ ৯২ হাজার ডলারে। হাইস্কুলের স্পোর্টস শার্ট বিক্রির ক্ষেত্রে এটি রেকর্ড।
বেভারলি হিলের জুলিয়েন অকশন বলেছে, ওবামার জার্সিটির নাম্বারও ২৩। ১৯৭৯ সালে হাওয়াই বাস্কেটবল স্টেট চ্যাম্পিয়নশিপে খেলার সময় সেটি পরেন ওবামা।
ওবামা ছোটবেলায় নিয়মিত বাস্কেটবল খেলতেন। এখনো খেলাটির প্রতি ভালোবাসা ধরে রেখেছেন তিনি। মেয়ের শাসার বাস্কেটবল টিমে কোচিংও করিয়েছিলেন তিনি। যদিও প্রতিপক্ষের খেলোয়াড়দের অভিভাবকদের অভিযোগের কারণে তিনি সেটি বন্ধ করে দেন। আত্মজীবনীতে ওবামা নিজেই এ তথ্য জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা