১৫ জানুয়ারি, ২০২১ ১৪:২০

চোট পিছু ছাড়ছে না ভারতের, তালিকায় এবার সাইনি

অনলাইন ডেস্ক

চোট পিছু ছাড়ছে না ভারতের, তালিকায় এবার সাইনি

সংগৃহীত ছবি

চোট কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের। আজ শুক্রবার ব্রিসবেনে বল করার সময় কুঁচকিতে চোট পেলেন পেসার নভদীপ সাইনি। অনভিজ্ঞ ভারতীয় বোলিং আক্রমণ থেকে আরও একজনের কমে যাওয়া খুব স্বস্তি দিচ্ছে না ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানেকে। 

২৮ বছরের সাইনি তখন নিজের অষ্টম ওভার করছিলেন। পঞ্চম বলটি করার সময় কুঁচকিতে চোট পান তিনি। সাইনি যদিও ওই বলটিতেই উইকেট পেতে পারতেন। তার বল মার্নাস লাবুশানের ব্যাটে লেগে স্লিপে ক্যাচ যায়। কিন্তু রাহানে সেই ক্যাচ নিতে পারেননি। জীবন পান লাবুশানে। সাইনির ওই ওভারে বাকি ছিল ১ বল। সেই ওভার শেষ করেন রোহিত শর্মা। 

চোট পেয়ে বের হয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই মাঠে ফিরে এসেছিলেন সাইনি। কিন্তু ফের মাঠ ছাড়েন তিনি। কুঁচকিতে যন্ত্রণা রয়েছে বলে জানান সাইনি। দলের চিকিৎসকরা পরীক্ষা করেছেন সেই চোট।‌ এই ম্যাচে ভারতীয় পেসারদের মধ্যে সবচেয়ে বেশি গতি তার বলেই। লম্বা স্পেলে বল করার ক্ষমতাও রয়েছে তার। গাব্বায় এমন একজন বোলারকে প্রথম দিনেই হারাতে হলে বিপদে পড়বে ভারত।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর