অবশেষে অপেক্ষার অবসান হলো আজ। করোনা মহামারীর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মাঠে নেমেছেন টাইগাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
করোনা আতঙ্কের জন্য প্রথম সারির ১২ জন ক্রিকেটারকে ছাড়াই সফরে এসেছে টিম ওয়েস্ট ইন্ডিজ। তাই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের এক ঝাঁক ক্রিকেটারের অভিষেক হলো। প্রথম ওয়ানডেতে অভিষেকের স্বাদ পাচ্ছেন ছয় জন।
বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে দু'দল। টস হেরে ব্যাটিংয়ে নেমেছে ক্যারিবিয়ানরা। করোনাভাইরাস শঙ্কায় নিয়মিত খেলোয়াড়দের অধিকাংশই বাংলাদেশে না আসায় উইন্ডিজ দলকে দেখা যাচ্ছে নতুন চেহারায়।
যে একাদশ সফরকারীরা বেছে নিয়েছে, তাদের কেবল পাঁচ জনের আগে ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। তারা হলেন অধিনায়ক জেসন মোহাম্মদ, সুনিল আমব্রিস, রভম্যান পাওয়েল, আলজারি জোসেফ ও রেমন রেইফার।
অভিষেক ওয়ানডে খেলতে নামারা হলেন জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমা বোনার, আকিল হোসেন, কাইল মায়ার্স ও শেমার হোল্ডার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ