বসুন্ধরা কিংস শেষ পর্যন্ত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে অনায়াস জয় পেল। এর মধ্য দিয়ে অস্কার ব্রুসনের দলটি টানা চার জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল।
আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে৩-০ গোলে জিতেছে ২০১৭-১৮ মৌসুমের এই লিগ চ্যাম্পিয়নরা। বসুন্ধরা কিংস আগের তিন ম্যাচে যথাক্রমে উত্তর বারিধারা, বাংলাদেশ পুলিশ এফসি ও ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছিল। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।
অন্যদিকে, এ নিয়ে টানা তিন ম্যাচ হারল রহমতগঞ্জ। সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ড্রয়ের পরের দুই ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেডের বিপক্ষে হেরেছিল রহমতগঞ্জ।
বিডি-প্রতিদিন/শফিক