আম্পায়ারিংয়ে ভুল হয়। কিন্তু চেন্নাইতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অভূতপূর্ব ঘটনা ঘটল। থার্ড আম্পায়ার অনিল চৌধরী গোটা রিপ্লে না দেখেই আজিংকা রাহানেকে 'নট আউট' ঘোষণা করলেন। ওই রিপ্লে সম্পূর্ণটা দেখলে সিদ্ধান্ত হত তার ঠিক বিপরীত।
জ্যাক লিচের বল রাহানের প্যাডে লেগে ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো অলি পোপের হাতে গেলে জোরালো আবেদন করেন ইংলিশ ফিল্ডাররা। মাঠের আম্পায়ার নট আউট দিলে রিভিউ নেন জো রুট। রিপ্লেতে দেখা যায়, বল রাহানের ব্যাটে লাগেনি, শুধু প্যাডে লেগে ফিল্ডারের হাতে গেছে। তাই থার্ড আম্পায়ারও নট আউট ঘোষণা করেন।
কিন্তু রুটরা জানান, বল প্যাডে লাগার পর ফের রাহানের গ্লাভসে লেগেছে। মাঠের আম্পায়ার সে কথা থার্ড আম্পায়ারকে জানান। কিন্তু অনিল চৌধরী সেটা না দেখে এলবিডাব্লুর বিচার করেন। এলবিডাব্লু ছিলেন না রাহানে। কিন্তু অন্য রিপ্লেতে স্পষ্ট বোঝা যায়, প্যাডে লেগে বল তার গ্লাভস ছুঁয়ে পোপের হাতে জমা পড়েছে। কিন্তু সেই ক্যামেরা অ্যাঙ্গেল না দেখেই সিদ্ধান্ত নিয়ে নেন অনিল। এ নিয়ে স্পষ্টতই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রুট-স্টোকসদের। যদিও পরের ওভারেই মঈন আলির বলে বোল্ড হয়ে ফিরে যান রাহানে।
কিন্তু ইংলিজ ধারাভাষ্যকার মার্ক বুচার বলতে থাকেন, আম্পায়ারের ভুল সিদ্ধান্তে মহামূল্যবান একটা রিভিউ হারাল তার দেশ। এদিকে, অনিল চৌধরী নিজের ভুল বুঝতে পারেন পরে। তাই ইংল্যান্ডকে সেই রিভিউ ফেরত দেওয়া হয়। এদিন, রোহিত শর্মার একটি স্টাম্পিংয়েও বিতর্কিত সিদ্ধান্ত নেন অনিল।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ