বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান এক মাস আগে তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। এবার তার এক মাস পূর্তিতে আবেগঘন পোস্ট করেছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন ছেলের নামও। আজ বৃহস্পতিবার সাকিব নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট করেন।
সেই পোস্টে দেখা যায়, দুটি ছবি। এর একটিতে আলাদাভাবে ঈজাহ লিখা কলকাতার জার্সি ও অপরটিতে সাকিবসহ পরিবারের পাঁচ সদস্যের নাম লেখা জার্সি দেখা যায়।
ক্যাপশনে সাকিব লিখেছেন, আমাদের ছেলে ঈজাহ আল হাসানের এক মাস! তুমি আমাদের ছোট্ট পরিবারকে পূর্ণতা দিয়েছো।
তিনি আও লেখেন, তুমি দু'জন সুন্দর বোনের ভালোবাসার ভাই, যারা তোমার জন্য সবসময় চাঁদের মতো হয়ে থাকে। আমরা এর চেয়ে বেশি খুশি হতে পারি না। তোমরা আমার পুরো পৃথিবী!
বিডি-প্রতিদিন/শফিক